প্রতিদিনের ডেস্ক
হতাশাজনক এমন হার কীভাবে হজম করেছে বায়ার্ন মিউনিখ, সেটি একমাত্র তারাই ভালো বলতে পারবে। কিংবা অপ্রত্যাশিত এই হারের বাজে অনুভূতি হয়তো প্রকাশও করতে পারবে না বায়ার্ন। প্রকাশ করবেই বা কীভাবে? কারণ, তুলনামূলক দুর্বল দল হেইডেনহেইমের বিপক্ষে বায়ার্নের এমন হার যে অবিশ্বাস্যই। এই ম্যাচে দ্বিগুণ ব্যবধানে এগিয়ে থাকার পরও শেষ পর্যন্ত হেরে যায় বায়ার্ন। যা হয়তো চরমভাবেই পীড়া দিচ্ছে বায়ার্নের ফুটবলারদের। শনিবার রাতে অ্যাওয়ে ম্যাচে জার্মান বুন্দেসলিগার খেলায় প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে ছিল বায়ার্ন। আর দ্বিতীয়ার্ধে খেলতে নেমে গোল দেওয়া তো দূরে থাক, উল্টো ৩ গোল হজম করে বসে তারা। ফলে সফরকারী দলকে ৩-২ ব্যবধানে হারিয়ে দেয় হেইডেনহেইম। হতাশাজনক এই হারে শিরোপা জয়ের প্রদীপ প্রায় নিভু নিভু বায়ার্নের। কারণ, শিরোপার দৌড়ে তাদের প্রধান প্রতিযোগী দল বেয়ার লেভারকুসেন থেকে এখন ১৬ পয়েন্ট পিছিয়ে পড়েছে বায়ার্ন। মানে হলো, ২৮ ম্যাচে বায়ার্নের পয়েন্ট ৬০, আর লেভারকুসেনের পয়েন্ট ৭৬। শনিবার বায়ার্নের হয়ে প্রথম গোল করেন হ্যারি কেইন, ৩৮ মিনিটে। এর ৭ মিনিট পর বায়ার্নের হয়ে গোল করেন সার্জ ন্যাব্রি। এতে ২-০ গোলে এগিয়ে থাকে সফরকারীরা। আর দ্বিতীয়ার্ধে হেইডেনহেইমের হয়ে গোল করেন কেভিন সেসা (৫০ মিনিট)। আর জোড়া গোল করেন টিম ক্লেইনডিয়েনসট, ৫১ ও ৭৯ মিনিটে। বায়ার্নকে হারিয়ে এই রাতে ইতিহাস গড়েছে হেইডেনহেইম। বুন্দেসলিগায় প্রথমবারের মতো খেলতে এসে বায়ার্নের মতো দলকে হারিয়ে দিয়েছে তারা। যা আগে কোনো দল পারেনি।