৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ  । ১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ 

ফিরছেন ফেরদৌস-পূর্ণিমা

প্রতিদিনের ডেস্ক
চলচ্চিত্রের জনপ্রিয় জুটি ফেরদৌস আহমেদ ও পূর্ণিমা। দীর্ঘ সময় একসঙ্গে কোনো সিনেমায় না দেখা গেলেও বিভিন্ন অনুষ্ঠানের উপস্থাপনা করেছেন একসঙ্গে। এবার ঈদুল-ফিতরে সরকারি অনুদানপ্রাপ্ত ‘আহারে জীবন’ সিনেমার মধ্যদিয়ে আবারো বড় পর্দায় ফিরছেন এই জুটি। সিনেমাটি পরিচালনা করেছেন ছটকু আহমেদ। জানা যায়, করোনা মহামারির ঘটনাকে কেন্দ্র করে এই সিনেমাটি নির্মাণ করা হয়েছে, সিনেমায় করনাকালীন ঘটনাগুলো দেখানো হবে। পরিচালক ছটকু আহমেদ জানান, এই সিনেমার মাধ্যমে সামাজিক বাস্তবতা উঠে আসবে। সরকারি অনুদানে নির্মিত চলচ্চিত্র হলেও এতে বিনোদনের উপাদানের অভাব নেই উল্লেখ করে ফেরদৌস বলেন, সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র সম্পর্কে বেশির ভাগ লোকেরই ভুল ধারণা রয়েছে। তারা মনে করে, তাদের বিনোদনমূলক উপাদানের অভাব রয়েছে, ধীর গতির বা ভালো হবে না। এই ধারণা দূর করার জন্য, আমরা ‘আহারে জীবন’ তৈরি করেছি। এই চলচ্চিত্রটি সমানভাবে বিনোদনমূলক এবং জীবনকেন্দ্রিক বার্তা বহন করে।
তিনি আরও বলেন, এই ঈদে ১৩টির বেশি সিনেমা হলে মুক্তির কথা রয়েছে, আমি চাই প্রতিটি সিনেমা সফল হোক। আজকাল সিনেমা দেখার প্ল্যাটফরম বদলেছে, কিন্তু ভালো সিনেমা দেখার আনন্দটা আগের মতোই থাকে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়