৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ  । ১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ 

সারারাত এসি চালিয়েও বিদ্যুৎ বিল কমাবেন যেভাবে

প্রতিদিনের ডেস্ক:
গরমে এসি কমবেশি সবাই ব্যবহার করেন। গ্রীষ্মের তাপদাহে প্রাণ যখন ওষ্ঠাগত তখন এসির ঠান্ডা হাওয়ায় শরীর জুড়িয়ে যায়। তবে বিদ্যুৎ বিলের দিকটাও দেখতে হবে। তাই গরমে এসি চালিয়েও কীভাবে বিদ্যুৎ বিল কমানো যায় তা একটু বুঝে নিতে হবে। এক্ষেত্রে এসি সঠিক তাপমাত্রায় চালানো খুবই জরুরি।এছাড়া কয়েকটি টিপস মনে রাখতে হবে। যেগুলোতে আপনি সারারাত এসি চালিয়েও বিদ্যুৎ বিল কমাতে পারবেন->> এসির তাপমাত্রা কম রাখুন। এতে কিন্তু ইলেকট্রিক বিল বেশি আসবে। এয়ার কন্ডিশনারের তাপমাত্রা খুব কমিয়ে দিলে বিল বেশিই আসবে। তাই তাপমাত্রা খুব বেশি কমিয়ে ফেলবেন না। ২৬-২৭ ডিগ্রিতে রেখে এসি চালান। এতে কম্প্রেসারে কম চাপ পড়বে। সাশ্রয় সবে বিদ্যুৎ বিলে।>> বর্তমানে ইনভার্টার প্রযুক্তিসহ বিভিন্ন এসি পাওয়া যাচ্ছে। যে কোনো পরিস্থিতিতে, একটি ইনভার্টার এসি একটি সাধারণ এসিকে ছাড়িয়ে যাবে ঘর শীতল রাখা ও কম পাওয়ার খরচের ক্ষেত্রে। বেশিরভাগ স্মার্ট এসিও ইনভার্টার প্রযুক্তির সঙ্গে আসে। তাই কেউ যদি ইলেকট্রিক বিল কমানোরও সমাধান খুঁজছেন, তাহলে সর্বশেষ প্রযুক্তির ওপর ভিত্তি করে একটি ইনভার্টার এসি কেনাই বুদ্ধিমানের কাজ হবে।>> এয়ার কন্ডিশনারকে ২৮ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা দেওয়া হয়। তাই প্রথমে এসি চালানোর সঙ্গে সঙ্গে তাড়াহুড়ো করবেন না। এমন একটি তাপমাত্রায় সেট করুন, যাতে ধীরে ধীরে ঘরের তাপমাত্রা কমতে থাকে।
>> এয়ার কন্ডিশনারটির তাপমাত্রা ২৪ ডিগ্রি থেকে ২৮ ডিগ্রির মধ্যে সেট করুন। এর সুবিধা হলো ১০ মিনিটের ব্যবধানে ঘরের তাপমাত্রা যেমন কমে যায়, তেমনি বিদ্যুৎ খরচও কমে।>> অনেকের ঘরে এসি ব্যবহারের সময়ও দরজা, জানালা খোলা রাখেন। ফলে ঘর ঠান্ডা হতেও বেশি সময় নেয়। এতে যা হয় তা হচ্ছে, ইলেকট্রিক বিল বাড়তে থাকে। তাই এসি ব্যবহারের আগে ঘরের দরজা, জানালা ভালোভাবে বন্ধ করে নিন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়