৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ  । ১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ 

ইরানের হুঙ্কারে ইসরায়েলের অনেক দূতাবাস বন্ধ

প্রতিদিনের ডেস্ক
দামেস্কের ইরানি কনস্যুলেটে হামলার পর ইসরায়েলের কোনো দূতাবাসই এখন আর নিরাপদ নয় বলে তেহরান যে হুশিয়ারি দিয়েছিল, তাতেই পিলে চমকে গেছে ইসরায়েলের। মধ্যপ্রাচ্যে একের পর এক ইসরায়েলি দূতাবাস বন্ধ করে দেয়া হচ্ছে। ইরানের হামলার ভয়ে চরম আতঙ্কে রয়েছে ইহুদিবাদী ইসরায়েল। গত ১ এপ্রিল দামেস্কের ইরানি কনস্যুলেটে হামলার পর দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির এক উপদেষ্টা ইসরায়েলি কোনো দূতাবাস নিরাপদ নয় বলে হুঙ্কার দিয়েছেন। সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরাইলের বিমান হামলায় ইরান রেভল্যুশনারি গার্ডের সিনিয়র কমান্ডারসহ অন্তত ১৬ জন নিহত হয়েছেন। খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা ইয়াহিয়া রাহিম সাফাবি বলেন, হামলার জবাব কেমন হবে, তা দেখার অপেক্ষায় থাকুন। তিনি বলেন, ইতোমধ্যে মধ্যপ্রাচ্যে ইসরায়েল অনেক দূতাবাস বন্ধ হয়ে গেছে। এদিকে, ইরানের এই হুমকির বিষয়ে কোনো মন্তব্য করেনি ইসরায়েল। গত সোমবারের হামলার বিষয়ে যুক্তরাজ্যভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, এ হামলায় ১৬ জন নিহত হন। সাম্প্রতিক বছরগুলোয় সিরিয়ার বিভিন্ন লক্ষ্যবস্তুতে শতাধিক হামলার কথা স্বীকার করেছে ইসরায়েলি বাহিনী, যেগুলোয় ইরানের রেভল্যুশনারি গার্ড অস্ত্র, অর্থ ও প্রশিক্ষণ দিয়ে আসছিল বলে তাদের দাবি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়