প্রতিদিনের ডেস্ক:
আজকাল কমবেশি সবাই গাড়ি কেনেন। কেউ ব্র্যান্ড নিউ গাড়ি কেনেন, কেউ আবার সেকেন্ড হ্যান্ড গাড়ি, সাধ্যের মধ্যে শখ পূরণ করছেন। গাড়ির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ টায়ার বা চাকা। গাড়ির মধ্যে যেটি সবচেয়ে প্রয়োজনীয় জিনিস সেটি হলো ‘চাকার হাওয়া’।আজকাল আর সাধারণ বাতাস নয় বরং টায়ারের জন্য অনেকেই বেছে নিচ্ছেন নাইট্রোজেন। তবে আদৌ কী এটি গাড়ির চাকার জন্য ভালো নাকি অজান্তেই বিপদ ডেকে আনছেন?নাইট্রোজেন হলো একটি নিষ্ক্রিয় গ্যাস। অর্থাৎ এটি অন্য কোনো রকম পদার্থের সঙ্গে বিক্রিয়া করে না। আর এতেই কিন্তু টায়ারের ভেতর ক্ষয়ের আশঙ্কা অনেকটাই কমে যায়।আবহাওয়ার পরিবর্তনের কারণে টায়ারের উপর চাপ কখনও কমে আবার কখনও বেড়ে যায়। তবে যদি নাইট্রোজেন ধরা থাকে তাহলে এই চাপের ওঠা নামা অনুভূত হয় কম। আর এর ফলে জ্বালানি এবং নিরাপত্তা দুই ভালভাবে পরিচালনা করা যায়।
যদিও আমাদের দেশে নাইট্রোজেনের তুলনায় সাধারণ বাতাস অনেক বেশি সহজলভ্য। এমনকি এটাও বলা যায় যে আমাদের দেশের যান চালকরা যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হন রাস্তায় তা অনেক সহজেই মোকাবিলা করতে পারে নাইট্রোজেন।গাড়ির চাকায় যদি নাইট্রোজেন ভরতে হয় তাহলে মোটা অঙ্কের টাকা খরচ করতে হবে। অন্যদিকে সাধারণ বাতাস ভরতে হলে খরচ অনেকটাই কম। তবে চাপের উপর নিয়ন্ত্রণ থাকার কারণে নাইট্রোজেন ভরা টায়ারে বিস্ফোরণের আশঙ্কা কম থাকে।