২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ  । ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ 

দখলদার সিরাজুল কর্তৃক বাড়িঘর উচ্ছেদ করে জমি দখলের আশংকা লিটন মহন্তের

নিজস্ব প্রতিবেদক
যশোরের খাজুরার একটি বসতবাড়ির জমি দখলের ঘটনায় সংবাদ সম্মেলন করে বিপাকে পড়েছেন লিনট মহন্তের পরিবার। যে কোন সময় দখলদার সিরাজুল ইসলাম বাড়িঘর উচ্ছেদ করে জমি দখল করে নিতে পারে বলে আশংকায় ভুগছে পরিবারটি। এ ব্যাপারে লিটন মহন্ত প্রশাসনের সহযোগীতা কামনা করেছেন। লিটন মহন্তের অভিযোগে জানা গেছে, সিরাজুল ইসলাম তার সহজ সরল ভাইয়ের কাছ থেকে দুই শতক জমি কেনার সময় জালিয়াতির মাধ্যমে আরও তিন শতক জমি লিখে নেয়। বিষয়টি জানতে পেরে তিনি আদালতে সিরাজুলের বিরুদ্ধে দেওয়ানি ও ১৪৪ ধারায় মামলা করেন। এতে ক্ষিপ্ত হয়ে সিরাজুল ও তার ছেলে শিমুল লোকজন দিয়ে বাড়িতে হামলা ও মারপিট করে। একই সাথে জোরপূর্বক জমির দখল নিয়ে ঘরবাড়ি তৈরীর কাজ শুরু করে। এ ঘটনাকে কেন্দ্র করে গত ১ এপ্রিল প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করা হয়। এ সংবাদ সম্মেলনে পাল্টা সংবাদ সম্মেল করে সিরাজুল ইসলাম। এরপর থেকে রেজাউল ইসলাম ও তার ছেলে শিমুল আরও বেপরোয়া হয়ে উঠেছে। বাড়ির লোকজনদের মারপিট করে উচ্ছেদ ও জমি দখল করবে বলে হুমকি দিচ্ছে। যে কোন সময় সিরজুল ও তার লোকজন লিটন মহন্তের পরিবারের সদস্যদের উচ্ছেদ করে জমি দখল করে নিতে পরে। এব্যাপারে ভুক্তোভোগী লিটন মহন্ত প্রশাসনের সহযোগীতা কামনা করেছেন।

 

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়