৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ  । ১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ 

দূরত্ব ও তোমার জেগে থাকা

প্রতিদিনের ডেস্ক:
এক.
দূরত্ব
একটু একটু করে দূরত্ব বাড়ে
আপনজন সরে যায় দূরে
একদিন বুঝি কী যেন ফেলেছি হারিয়ে
তারপর এভাবেই কেটে যায় দিনরাত্রি
এ চলাই যেন হয়ে যায় স্বাভাবিক
কর্ম ব্যস্ত সময়ের মাঝে কখনোবা
বুকের মাঝখানে হাহাকার
মনে ভাসে ফেলে আসা দিন
বুঝি আমি সঙ্গীহীন, নিঃস্ব।
নিঃসঙ্গতায় আমি নিঃস্ব হইনি
নিঃস্ব হয়েছি অবহেলায়
মাঝরাতে একাকী ঝিঝির ডাকে
আঁধার রাতে জোনাকির আলোতে
সারারাত আমি নিঃসঙ্গ হইনি
ডানপিটে বিকেলে অসীম সময়ে পাশাপাশি
তোমার কাছেও আমি নিঃসঙ্গ
নিঃস্ব করে দাও তুমি আমায়।
দুই.
তোমার জেগে থাকা
ঘুমাইনি আমি, জেগে আছি
রাতের তারাদের সঙ্গী হয়ে
তুমিও জেগে আছো জানি
জানালার পাশে
খুঁজে বেড়াও ঘুমের সঙ্গ
মাঝে মাঝে বলে যাও ঘুমাও
অনেক হলো রাত
তারপর নেট কাট।
জানি মোবাইলটা ঘুমায়
তুমি জেগে থাকো
অনলাইনে থাকো পাহারায়।
সময় কাটে এখন অন্যের প্রয়োজনে
আমাদের সময় কাটেনা
অথচ আমাদেরও সময় ভীষণ প্রয়োজন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়