২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ  । ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ 

দেবহাটায় মেরিন ফিসারিজ প্রকল্পের আওতায় খাল খননের উদ্বোধন

রুহুল আমিন, দেবহাটা
সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিসারিজ প্রকল্পের আওতায় খাল খনন কার্যক্রম এর উদ্বোধন করা হয়েছে। দেবহাটা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্য্যালয়ের আয়োজনে সোমবার ৮ এপ্রিল সকাল সাড়ে ১০টায় ঢেপুখালী এলাকায় আয়োজিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন। প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য অফিসার আনিসুর রহমান। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান সাহেব আলী, ইঞ্জিনিয়ার আশরাফুল ইসলাম, মেরিন ফিশারিজ অফিসার সাজ্জাদ হোসেন। অনুষ্ঠানে দায় বুড়ির ঘের হতে ঢেপুখালি সাইক্লোন সেন্টার হয়ে চারকুনী ব্রিজ পর্যন্ত ৫.২৭০ কিমি খাল খনন কাজের উদ্বোধন করা হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়