কামরুজ্জামান মুকুল, বাগেরহাট
বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের সেবার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সচেতন নাগরিক কমিটি-টিআইবি বাগেরহাটের উদ্যোগে এবং অ্যাক্টিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) এর আয়োজনে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে সোমবার দুপুরে এ সভা অনুষ্টিত হয়। হাসপাতালের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে এ সভায় সভাপতিত্ব করেন তত্ত্বাবধায়ক ডা: অসীম কুমার সমদ্দার। টিআইবি‘র এরিয়া কোঅর্ডিনেটর শেখ বশির আহমেদ এর সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন সনাকের স্বাস্থ্য বিষয়ক উপ-কমিটির আহবায়ক বাবুল সরদার। আন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ২৫০ শয্যা জেলা হাসপাতাল, বাগেরহাটের আবাসিক মেডিকেল অফিসার ডা. সাদিয়া তাসনিম মুনমুন, সনাক সহ-সভাপতি ফিরোজা নাসরিন ডলি, সনাকের স্বাস্থ্য বিষয়ক উপকমিটির সদস্য অসীমা ঘোষ, এসিজি সমন্বয়কারী রেহেনা পারভীন, সহ-সমন্বয়কারী মিথুন সরদার, সদস্য ইতিকা পাল, ইসরাফিল সরদার, ইয়েস সহ-দলনতো লিমা আক্তার, সদস্য মল্লিক স্বদেশ রহমান, অমিত রায়, তীর্থ দাস প্রমুখ।