প্রতিদিনের ডেস্ক:
মুন্সীগঞ্জের টংগীবাড়ি উপজেলার দীঘিরপাড় এলাকায় পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ধারালো আঘাতে সোহরাব খান (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার ছেলে জনি খান। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে গেলে এক পুলিশ পরিদর্শক আহত হয়েছেন। সোমবার (৮ এপ্রিল) দুপুরে এই ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করে পুলিশ সুপার (এসপি) মো. আসলাম খান জানান, নিহতসোহরাব খানের সঙ্গে ওই এলাকার সাবেক ইউপি সদস্য ভুলু খান ওরফে ভোলা মেম্বারের আর্থিক লেনদেন নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে ভুলু খান এবং তার দুই ছেলে রিজভী ও রিহানসহ ৭-৮ জন সোহরাব ও জনির ওপর হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে গেলে দিঘিরপাড় পুলিশ ফাঁড়ির পরিদর্শক শাহে আলম আহত হন।এ সময় রিজভী ও রিহান ধারালো অস্ত্র দিয়ে সোহরাব ও জনিকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরে তাদের টংগীবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক সোহরাব খানকে মৃত ঘোষণা করেন। জনির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।টংগীবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. নূরে আলম সিদ্দিকী জানান, নিহত সোহরাবের মাথায় ও বুকে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এ ছাড়া আহত জনির মাথায়, বুকে ও পেটে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে।এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।