৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ  । ১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ 

মোল্লাহাটে শিশু আহসানের হত্যার মামলায় দুই আসামি গ্রেফতার

কামরুজ্জামান মুকুল, বাগেরহাট
বাগেরহাটের মো্ল্লাহাটে চাঞ্চল্যকর সাড়ে তিন বছর বয়সী শিশু আহসান উদ্দিন বিশ্বাস হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (০৭ এপ্রিল) গভীর রাতে উপজেলার কচুড়িয়া এলাকায় অভিযান চালিয়ে এদের কে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার কচুড়িয়া গ্রামের মো. আসাদ শেখের ছেলে মো. আকবর শেখ (২৩) এবং আফজাল শেখের ছেলে হিজবুল্লাহ শেখ (২৪)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা হত্যার সাথে জড়িত থাকার বিষয়টি শিকার করেছে। জমি সংক্রান্ত ও পারিবারিক বিরোধের জেরে এই হত্যাকান্ড হয়েছে বলে ধারণা করা হচ্ছে। গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে। সোমবার দুপুরে নিজ কার্যালয়ে প্রেসব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার আবুল হাসনাত খান।
এর আগে শুক্রবার (৫ এপ্রিল) বিকেলে মোল্লাহাট উপজেলার কচুড়িয়া গ্রামে নানা ফিরোজ আহমেদের বাড়ি থেকে আম কুড়াতে বের হয়ে নিখোজ হয় শিশু আহসান উদ্দিন বিশ্বাস। ওই দিন রাতেই শিশুটির বাবা কামরুজ্জামান বিশ্বাস বাদী হয়ে একটি সাধারণ ডায়েরী করেন। পরের দিন শনিবার (৬ এপ্রিল) দুপুরে কচুড়িয়া এলাকার দাউদের পানের বরাজের পাশ থেকে পলিথিন ও সার্জিক্যাল টেপ হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় ওই শিশুর মরদেহ উদ্ধা করে পুলিশ। পরে রবিবার (০৭ এপ্রিল) শিশুটির বাবা বাদী হয়ে মোল্লাহাট থানায় মামলা দায়ের করেন। পুলিশ সুপার আবুল হাসনাত খান বলেন, সাধারণ ডায়েরী করার পর থেকে শিশুটিকে উদ্ধারে পুলিশ তৎপর ছিল। একদিন পরে আমরা এলাকাবসীর সহায়তায় শিশুটির মরদেহ উদ্ধার করি। পরে শিশুটির বাবা বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলার দুই আসামিকে আমরা গ্রেপ্তার করেছি। গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার সাথে জড়িত থাকার কথা শিকার করেছেন। এছাড়াও এই হত্যাকান্ডের সাথে আর কেউ জড়িত আছে কিনা তা জানতে পুলিশ কাজ করছে। জমি সংক্রান্ত ও পারিবারিক বিরোধের জেরে এই হত্যাকান্ড হয়েছে বলে ধারণা করা হচ্ছে। খুব শীঘ্রই হত্যার বিষয়ে সকল ধারণা দেওয়া যাবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়