তরিকুল ইসলাম, শার্শা
যশোরের শার্শা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৮ এপ্রিল) সকালে উপজেলা পরিষদের সভা কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় মাদকদ্রব্য বিক্রয় ও সেবন, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্য বিবাহ, যৌতুক, ইভ টিজিং ও ঈদকে সামনে রেখে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশী’র সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, শার্শা থানার অফিসার ইনচার্জ শেখ মোঃ মনিরুজ্জামান, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহান-ই-গুলশান, বিজিবি সদস্য সহ বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।