উৎপল মণ্ডল, শ্যামনগর
সাতক্ষীরার শ্যামনগরে বেলা ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অসহায় এবং দুস্থ পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে জাতীয় সমাজ কল্যান পরিষদ হতে প্রাপ্ত অর্থের চেক হস্তান্তর করেন সাংসদ এসএম আতাউল হক দোলন। এসময় অন্যান্যের মধ্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজিবুল আলম, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাঈদ-উজ জামান, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি প্রমুখ। এর আগে বেলা ১০টা থেকে উপজেলা নকিপুর বাজার ও সোনারমোড় এলাকায় উপস্থিত দিনমজুর এবং দরিদ্র ভ্যান চালকদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন সংসদ সদস্য এসএম আতাউল হক দোলন। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে তাদের হাতে শাড়ী ও লুঙ্গিসহ ঈফতার সামগ্রী উঠিয়ে দেয়া হয়। এদিকে, রমজান উপলক্ষে ভ্যান বিতরণ করা হয়েছে। সোমবার বেলা ১১টায় উপজেলা প্রেসক্লাব চত্তরে খিদমাহ ফাউন্ডেশনের উদ্যোগে এই ভ্যান হস্তান্তর করা হয়। মুফতি মাওঃ আব্দুল খালেকের সভাপতিত্বে সংসদ সদস্য এসএম আতাউল হক দোলন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভ্যান হস্তান্তর করেন।