১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ  । ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ 

এজ ব্রাউজারে র‍্যাম নিয়ন্ত্রণের সুবিধা দেবে মাইক্রোসফট

প্রতিদিনের ডেস্ক:
ওয়েব ব্রাউজারের মধ্যে গুগল ক্রোম বেশ জনপ্রিয়। তবে অধিক র‍্যাম ব্যবহারের কারণে বিকল্প প্লাটফর্মে ঝুঁকেছেন অনেকেই। এর মধ্যে মাইক্রোসফটের এজ অন্যতম। চ্যাটজিপিটি যুক্ত করার পর এবার ব্যবহারকারীদের র‍্যাম ব্যবহার নিয়ন্ত্রণের সুবিধা দিতে যাচ্ছে নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট। খবর গিজচায়না।
প্রাপ্ত তথ্যানুযায়ী, মাইক্রোসফট এমন একটি ফিচার নিয়ে কাজ করছে যা এজ ব্রাউজারের ব্যবহারকারীদের র‍্যাম ব্যবহার করার ক্ষেত্রে একটি সীমা নির্ধারণ করার সুযোগ দেবে।ফিচারটি এরই মধ্যে মাইক্রোসফট এজের টেস্ট বিল্ডে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। ফিচারটিতে একটি স্লাইডার দেয়া হয়েছে, যার মাধ্যমে ব্যবহারকারীরা ব্রাউজারটি সর্বোচ্চ কত র‍্যাম ব্যবহার করতে পারবে সেটি নির্ধারণ করতে পারবে।
মাইক্রোসফটের ব্যবহারকারীরা মেমোরি-লিমিটিং ফিচারটির সুবিধা নিতে পারবে। এটি প্রাথমিকভাবে গেমারদের জন্য ডিজাইন করেছে বলে মনে করছে প্রযুক্তিবিদরা।
মাইক্রোসফটের ক্যানারি ভার্সনে একটি নির্দিষ্ট সেটিংস রয়েছে। যা ব্যবহারকারীদের যেকোনো গেম খেলার সময় র‍্যামের ব্যবহার নির্ধারণের সুযোগ দিয়ে থাকে। সর্বনিম্ন ১ গিগাবাইট র‍্যাম ব্যবহারের সীমা সেট করতে পারবে। তবে র‍্যাম ব্যবহারের সীমা ১ গিগাবাইট সেট করলে একটি সতর্কবার্তা দেয়া হবে। যেখানে উল্লেখ থাকবে কম র‍্যাম ব্যবহার ব্রাউজারের গতিতে প্রভাব ফেলবে। এজ ব্রাউজারের স্ট্যাবল বিল্ড আপডেটে কবে নাগাদ ফিচারটি আসবে তা এখনো মাইক্রোসফটের পক্ষ থেকে জানানো হয়নি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়