প্রতিদিনের ডেস্ক:
ক্রিপ্টো স্ক্যামারদের একটি গ্রুপের বিরুদ্ধে মামলা করেছে গুগল প্লে স্টোর। কারণ তারা গুগল প্লে স্টোরে তাদের অ্যাপে ক্রিপ্টো ট্রেডিং সম্পর্কে ভুল বিনিয়োগ তথ্য উপস্থাপন করেছে। ফলে এক লাখেরও বেশি অ্যাপ ব্যবহারকারী প্রতারিত হয়েছে। ব্যবহারকারীদের সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে এ আইনি পদক্ষেপ নিচ্ছে গুগল প্লে স্টোর। খবর টেকটাইমস।
নিউইয়র্কের এক আদালতে মামলাটি করা হয়েছে। মামলার অভিযোগপত্রে গুগল বলেছে, অভিযুক্তরা গুগলের প্লে স্টোরে জাল অ্যাপ প্রকাশের সময় নির্মাতার নাম, ঠিকানা ও অ্যাপের ধরন সম্পর্কে ভুল তথ্য দিয়েছে।
সিএনবিসির এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, তারা গ্রাহকের সঙ্গে প্রতারণা করার জন্য কমপক্ষে ৮৭টি জাল অ্যাপ প্লে স্টোরে আপলোড করেছে। দ্য রেকেটার ইনফ্লুয়েন্সড অ্যান্ড ক্রাফট অর্গানাইজেশন অ্যাক্টের অধীনে চুক্তি লঙ্ঘনের অভিযোগে মামলাটি করেছে গুগল।
গুগলের জেনারেল কাউন্সেল, হালিমাহ ডেলাইন প্রাডো, এ আইনি পদক্ষেপকে ক্রিপ্টো স্ক্যামের বিরুদ্ধে একটি বড় পদক্ষেপ বলে অভিহিত করেছেন। তিনি জোর দিয়ে বলেন, প্রযুক্তি প্রতিষ্ঠানটি জালিয়াতি ও স্প্যাম শনাক্ত করে ব্যবহারকারীদের সুরক্ষা নিশ্চিতে দিনরাত কাজ করে যাচ্ছে।
চীনের শেনজেনের ইউনফেং সান ও হংকংয়ের হংনাম চেউংয়ের বিরুদ্ধে ২০১৯ সাল থেকে ক্রিপ্টো স্ক্যাম চালানোর অভিযোগ রয়েছে। অভিযুক্তরা প্রোগ্রাম ডাউনলোড করার জন্য গ্রাহককে ফাঁসাতে এসএমএস বার্তা, ইন্টারনেট বিজ্ঞাপন, ভিডিও এবং অ্যাফিলিয়েট মার্কেটিং পদ্ধতি ব্যবহার করে আসছিল।
অ্যাপগুলো দাবি করছিল, তাদের অ্যাপ ব্যবহারকারীরা বিনিয়োগের রিটার্ন পেয়েছে। তবে তারা তহবিল উত্তোলন করতে পারেনি বলে জানিয়েছে গুগল। গুগলের দাবি, এ ধরনের স্ক্যাম থেকে প্রায় ৭৫ হাজার ডলার ক্ষতির সম্মুখীন হয়েছেন ব্যবহারকারীরা।