২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ  । ১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ 

বঙ্গবন্ধু সেতুতে একদিনে ৩ কোটি ৩৬ লাখ টাকার টোল আদায়

প্রতিদিনের ডেস্ক:
ঈদ সামনে বঙ্গবন্ধু সেতু দিয়ে যানবাহন পারাপার বেড়েছে। এতে টোল আদায় স্বাভাবিকের তুলনায় দ্বিগুণ বেড়েছে। গত ২৪ ঘণ্টায় সেতু দিয়ে ৪৩ হাজার ৪২৭টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে তিন কোটি ৩৬ লাখ ৬ হাজার ৮৫০ টাকা।বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, সোমবার (৮ এপ্রিল) ভোর ৬টা থেকে মঙ্গলবার (৯ এপ্রিল) ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু দিয়ে ৪৩ হাজার ৪২৭টি যানবাহন পারাপার হয়। এতে টোল আদায় হয়েছে তিন কোটি ৩৬ লাখ ৬ হাজার ৮৫০ টাকা।
এরমধ্যে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব অংশে ২৭ হাজার ২৩২টি যানবাহন পারাপার হয়। এতে টোল আদায় হয়েছে এক কোটি ৭১ লাখ ৪ হাজার ৯৫০ টাকা। আর সিরাজগঞ্জের সেতু পশ্চিম অংশে ১৬ হাজার ১৯৫টি যানবাহন পারাপার হয়। এতে টোল আদায় হয়েছে এক কোটি ৩২ লাখ ৬১ হাজার ৯০০ টাকা।
যানজট নিরসনে সেতুর উভয় অংশে ৯টি করে ১৮টি টোল বুথ স্থাপনসহ মোটরসাইকেলের জন্য চারটি বুথ স্থাপন করা হয়েছে বলেও জানান নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়