২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ  । ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ 

হ্যান্ডহেল্ড গেমিং ডিভাইস আনছে জেডপিজি

প্রতিদিনের ডেস্ক:
গেমিংয়ের জন্য হ্যান্ডহেল্ড ডিভাইস বর্তমানে বেশ জনপ্রিয়। যেকোনো জায়গায় যেকোনো মুহূর্তে গেম খেলার সুবিধা পাওয়া যায় এসব ডিভাইসে। বাজার ও গ্রাহকের চাহিদার কথা বিবেচনায় এবার হ্যান্ডহেল্ড গেমিং ডিভাইস বাজারে আনছে জেড-পকেট গেম (জেডপিজি)। ডিভাইসটির নাম রাখা হয়েছে এ-ওয়ান ইউনিকর্ন।
ডিভাইসটি চীনের ই-কমার্স সাইট আলিএক্সপ্রেসে শিগগিরই উন্মোচন করা হবে বলে জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠানটি। এরই মধ্যে এ-ওয়ান ইউনিকর্নের সম্পূর্ণ ডিজাইন এবং স্পেসিফিকেশন প্রকাশ করেছে জেডপিজি। আর সম্ভাব্য মূল্য ধরা হয়েছে ২১৭ ডলার।
২০২৩ সালের নভেম্বরে এ-ওয়ান ইউনিকর্ন বাজারে আনার ঘোষণা দিয়েছিল গেম কনসোল নির্মাতা প্রতিষ্ঠান জেড-পকেট গেম। যদিও ওই ঘোষণার পর ডিভাইসটি সম্পর্কে বেশি তথ্য জানায়নি তারা। তবে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, এ-ওয়ান গেমিং হ্যান্ডহেল্ডের প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি৯৯ চিপ। স্টোরেজ হিসেবে থাকছে ৬ জিবি র‍্যাম। ডিসপ্লে সেকশনে থাকবে ৪ ইঞ্চির স্কয়ার প্যানেলের আইপিএস ডিসপ্লে, যার রেজল্যুশন ৭২০x৭২০ পিক্সেল। এছাড়া ৪ হাজার ৫০০ মিলি অ্যাম্পায়ার ব্যাটারির সঙ্গে থাকছে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা।
এদিকে এ-ওয়ান ইউনিকর্নের হ্যান্ডহেল্ড ডিভাইসের পাশাপাশি গেম বাবল নামে আরো একটি গেমিং ডিভাইস বাজারে আনার কথা জানিয়েছে জেডপিজি। যদিও এ সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানায়নি কোম্পানিটি। নতুন আরো গেমিং ডিভাইস বাজারে আনার মাধ্যমে নিজের গেমিং গিয়ায়ের লাইনআপ সম্প্রসারিত করতে কাজ করছে জেডপিজি। গিজচায়না

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়