প্রতিদিনের ডেস্ক
ইউক্রেন সংস্কার পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর অর্থমন্ত্রীরা। এই সপ্তাহে লুক্সেমবার্গে আলোচনা হবে বলে বুধবার (১০ এপ্রিল) জানিয়েছে জার্মান অর্থ মন্ত্রণালয়ের একটি সূত্র। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। জার্মান অর্থ মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, ইউক্রেনের অর্থায়নের জন্য তার জমা দেওয়া একটি বিনিয়োগ এজেন্ডা নিয়ে আলোচনা করবেন ইইউ অর্থমন্ত্রীরা। মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ইইউ অর্থমন্ত্রীরা বলেছেন, এ বিষয়ে ইউক্রেন বেশ ‘উচ্চাভিলাষী’।বিস্তারিতভাবে কোনও কিছু না জানিয়ে সূত্র জানিয়েছে, ১৫টি মূল ক্ষেত্র এবং ৬৯টি সংস্কার পরিকল্পনা চিহ্নিত করেছে ইউক্রেন। এদিকে, ইউরোপীয় ইউনিয়নের ইউক্রেন ফ্যাসিলিটির ২০২৪-২৭ সালের জন্য মোট বরাদ্দ ৫৪.২৯ বিলিয়ন মার্কিন ডলার।ইউক্রেনে সংস্কার বাস্তবায়নের ভিত্তিতে অনুদানের আকারে আর্থিক সহায়তা প্রদান করা হবে।