কয়রা সংবাদদাতা
খুলনার কয়রায় সত্তোরার্ধ এক বৃদ্ধার নিজ ঘর থেকে হাত-পা বাঁধা অবস্থায় লাশ উদ্ধার করেছে কয়রা থানা পুলিশ। উপজেলার মাদারবাড়িয়া গ্রামে বসবাসরত (পূর্বের বাড়ি বায়লারহারানিয়া গ্রাম) মৃত হাফিজুর রহমান সানার স্ত্রী হোসনেয়ারা (৭০) এর লাশ মঙ্গলবার (৯ এপ্রিল) রাত সোয়া ১০টার দিকে কয়রা থানা পুলিশ উদ্ধার করেছে। লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহতের সন্তান তাকে বাড়িতে রেখে খুলনায় গিয়েছিলেন। আজ সন্ধ্যায় বাড়িতে এসে দেখেন তার মায়ের ঘরের গেটে তালা লাগানো। তার মাকে খোঁজাখুজি করে কোথাও না পেয়ে পুলিশকে সংবাদ দেন। কয়রা থানা পুলিশ ঘটনাস্থলে যেয়ে গেট ভেঙে ভিতরে প্রবেশ করে হোসনেয়ারা (৭০)কে হাত পা বাঁধা মৃতবস্থায় পড়ে থাকতে দেখেন। ঘরের ভিতরের আসবাবপত্র এলোমেলো দেখতে পান। এ রিপোর্ট করা পর্যন্ত পুলিশ সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করার প্রস্তুতি নিচ্ছেন। কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান বলেন, একটা মোবাইল থেকে ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে যেয়ে গেট ভেঙে ঘরে প্রবেশ করি। মরদেহটির হাত-পা বাঁধা অবস্থায় পাওয়া যায়। ঘটনার তদন্ত করছি। কে বা কারা হত্যা করেছে এটা এখনও জানা যায়নি।