প্রতিদিনের ডেস্ক
গত বছর জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে হোম সিরিজে বোলিংয়ের সময় আম্পায়ারের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর লিগামেন্ট ইনজুরিতে পড়েছিলেন এবাদত হোসেন। অস্ত্রোপচার করাতে হয়েছিল বাংলাদেশি পেসারকে। পুনর্বাসন নিয়ে আত্মবিশ্বাসী ছিলেন তিনি। কিন্তু আগামী জুনে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে যথেষ্ট ফিট হয়ে উঠতে পারছেন না এই পেসার। টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান ফিজিশিয়ান দেবাশীষ চৌধুরী এই খবর নিশ্চিত করেছেন ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যম ক্রিকবাজকে। এবাদত অবশ্য গণমাধ্যমকে জানিয়েছিলেন, তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে মাঠে ফিরতে চান। ওই সিরিজের পর থেকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেটে খেলা হয়নি এবাদতের। এশিয়া কাপ তো বটেই, পরের আন্তর্জাতিক সিরিজেও দেখা যায়নি তাকে। ঘরোয়া ক্রিকেট থেকেও থাকতে হয়েছে দূরে।
দেবাশীষ বলেছেন, ‘কোনোভাবেই নয় (এবাদতের টি-টোয়েন্টি বিশ্বকাপে ফেরা)। আমরা এটা ভাবছিই না। ওই সময়ের (বিশ্বকাপের আগে) মধ্যে তার ফেরা হচ্ছে না। সাধারণত এই ধরনের ইনজুরি থেকে সেরে উঠতে আট থেকে ১২ মাস লাগে, অন্তত ১০ মাস। গত বছর ডিসেম্বরে (আসলে আগস্টে) তার অপারেশন হয়েছিল, সেক্ষেত্রে অন্তত অক্টোবরে তার ফেরা হতে পারে। সে হয়তো আরও আগে ফিরতে পারে, কিন্তু অবশ্যই টি-টোয়েন্টি বিশ্বকাপে নয়।’