২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ  । ১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ 

নদীতে গোসলে নেমে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

রেজাউল করিম, লোহাগড়া
নড়াইলের লোহাগড়ায় মধুমতি নদীতে গোসলে নেমে নিখোঁজ শিশু রাবেয়ার (৫) লাশ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার শিয়েরবর গ্রামের মধুমতি নদী থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়। সোমবার বিকালে নদীতে গোসলে নেমে রাবেয়া নিখোঁজ হয়। জানা গেছে, উপজেলার শিয়েরবর গ্রামের হিরু মোল্যার মেয়ে রাবেয়া সোমবার বিকালে প্রতিবেশী কয়েকজন শিশুর সাথে মধুমতি নদীতে গোসল করতে যায়। রাবেয়া বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন নদীর পাড়ে ও বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করে তাকে না পেয়ে লোহাগড়া ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ও ডুবুরি দল ঘটনাস্থলে যায়,তবে রাত হয়ে যাওয়ার কারনে উদ্ধার অভিযান করতে পারেনি। মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন নদী থেকে ভাঁসমান অবস্থায় রাবেয়ার লাশ উদ্ধার করে।
লোহাগড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহাগুজ্জামান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম, তবে রাত হয়ে যাওয়ায় ডুবুরিরা উদ্ধার অভিযান করতে পারেনি লোহাগড়া থানার ওসি কাঞ্চন কুমার রায় বলেন, বিষয়টি নিশ্চি করেছেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়