২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ  । ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ 

চৌগাছায় বিদ্যুৎস্পৃষ্টে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু

চৌগাছা সংবাদদাতা
চৌগাছায় বিদ্যুৎস্পৃষ্টে রুমি খাতুন নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার (১৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত রুমি খাতুন, ঐ গ্রামের স্বপন হোসেনের স্ত্রী। স্থানীয় সূত্রে জানাগেছে, রুমি খাতুন শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে খড় কাটা মেশিন চালু করার জন্য বিদ্যুতের সংযোগ লাইন দিতে যাই। সংযোগ লাইনটি দেবার সাথে সাথে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে রুমি খাতুন মাটিতে পড়ে যায়। পরিবারের লোকজন দ্রুত তাকে চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খোঁজ নিয়ে জানা গেছে, মৃত রুমির ৫ বছরের একটি কন্যা সন্তান আছে। দ্বিতীয় সন্তানটি ডেলিভারি করার তারিখ আগামী ১৮ এপ্রিল। পেটের সন্তানটিও কন্যা সন্তান। চৌগাছা থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন- মেয়েটি ৯ মাসের প্রেগনেন্ট ছিলেন। এই মাসেই ডেলিভারি হবার ডেট ছিল বলে জেনেছি। পরিবারের কারো কোন অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়ার মাধ্যমে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এদিকে, অন্তঃসত্তা গৃহবধূর মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ভারী হয়ে উঠেছে আশ পাশের পরিবেশ।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়