৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ  । ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ 

বসুন্দিয়ায় নর্থসাউথ স্পিনিং মিলে অগ্নিকাণ্ড

অমল পালিত, বসুন্দিয়া
যশোর সদরের বসুন্দিয়ায়, শনিবার (১৩ই এপ্রিল ) দুপুরে নর্থসাউথ স্পিনিং মিলে এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এঘটনায় যশোর ও অভয়নগর ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের দ্রুত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।এঅগ্নিকাণ্ডের কারণ জানতে চাইলে, যশোর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আজিজুল হক বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত সম্বন্ধে এখনো কিছু বলা সম্ভব না এবং ক্ষয় ক্ষতির পরিমাণও এখনো জানা যায়নি , এঘটনায় কেও হতাহত হয়নি, তবে তদন্ত সাপেক্ষে এ অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ বলা যাবে। এব্যাপারে এন সি সি ব্যাংক যশোরের শাখা ব্যবস্থাপক তহিদুল ইসলাম বলেন, নর্থ সাউথ স্পিনিং মিলটি আমাদের এনসিসি ব্যাংক যশোর শাখায় দায়বদ্ধ, আমি ছুটিতে থাকা অবস্থায় এই অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসি, তবে আগুনের সূত্রপাত সম্বন্ধে এখনো কিছু জানতে পারিনি। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে প্রকৃত কারণ জানা যাবে। নর্থসাউথ স্পিনিং মিলের বর্তমান মালিক তৌফিকুর রহমান বলেন, আমার ধারনা যেহেতু তুলার মিল ইলেকট্রিক শর্টসার্কিটের কারণে তুলায় আগুন লেগে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটতে পারে। এ ঘটনায় বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ আব্দুল আলিম বলেন, আমরা অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত স্থলের ছুটে আসি এবং ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। মিলটি বন্ধ থাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত হয়নি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়