২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ  । ১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ 

বিশ্ব আরেকটি যুদ্ধের ভার বহন করতে পারবে না: জাতিসংঘ

প্রতিদিনের ডেস্ক
ইসরায়েলে ইরানের হামলার নিন্দা জানিয়ে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, আরেকটি যুদ্ধের ভার বিশ্ব বহন করতে পারবে না। শনিবার (১৩ এপ্রিল) রাতে এক বিবৃতিতে তিনি যুদ্ধরত সকল পক্ষকে সর্বোচ্চ সংযম অবলম্বন করার আহ্বান জানিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। এই অঞ্চলের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন গুতেরেস। সেই সাথে সবাইকে যুদ্ধের বিপদ সম্পর্কে সতর্কও করেছেন। বিবৃতিতে তিনি আরও বলেছেন, ইরানের এই হামলা মধ্যপ্রাচ্যের একাধিক এলাকায় বড় ধরনের সামরিক সংঘর্ষের দিকে পরিচালিত করতে পারে। তাই এ ধরনের হামলা এড়াতে সব পক্ষকে সর্বোচ্চ সংযম অনুশীলনের আহ্বান জানিয়েছেন তিনি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়