২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ  । ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ 

সমাজ থেকে অপসংস্কৃতি দুর করতে হবে : রশীদুজ্জামান এমপি

মাজহারুল ইসলাম মিথুন, পাইকগাছা
রোববার সকালে বাংলা নববর্ষ-১৪৩১ উদযাপন উপলক্ষে পাইকগাছা উপজেলা প্রশাসন আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা-৬ আসনের সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান। উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, মেয়র সেলিম জাহাঙ্গীর, ওসি ওবাইদুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অসীম কুমার দাশ, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম ও আব্দুল আজিজ প্রমূখ। উল্লেখ্য বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা, বর্ষবরণ অনুষ্ঠান, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী সহ নানা অনুষ্ঠানের আয়োজন করা। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে বাঙালি সংস্কৃতির নানা উপকরণ নিয়ে মঙ্গল শোভাযাত্রায় অংশ গ্রহণ করে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়