প্রতিদিনের ডেস্ক
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) হ্যামস্ট্রিং নিগলে ভুগে দেশে ফিরেছেন দিল্লি ক্যাপিটালস অলরাউন্ডার মিচেল মার্শ। আগামী জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তার ইনজুরি অস্ট্রেলিয়ার মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ালো। ৩২ বছর বয়সী অলরাউন্ডার যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে হতে যাওয়া বিশ্বকাপে অস্ট্রেলিয়ার নেতৃত্ব পাবেন বলে গুঞ্জন। মুম্বাই ইন্ডিয়ান্স ও লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে সবশেষ দুই আইপিএল ম্যাচে ছিলেন না মার্শ। দলীয় সূত্র নিশ্চিত করেছে, মার্শ দেশে ফিরে গেছেন। কিন্তু লিগে অজি অলরাউন্ডারের ফেরার সুযোগ শেষ হয়ে যায়নি। ছয় ম্যাচে মাত্র দুটি জিতে ১০ দলের পয়েন্ট টেবিলে নবম স্থানে দিল্লি। দিল্লির এক ধাপ উপরে থাকা পাঞ্জাব কিংসেও ইনজুরির আঘাত লেগেছে। অধিনায়ক শিখর ধাওয়ান আগামী দুটি ম্যাচে খেলবেন না। কাঁধের চোটে অন্তত সাত দিনের জন্য ছিটকে গেছেন তিনি। ধাওয়ানের অনুপস্থিতিতে স্যাম কারান শনিবার রাতে রাজস্থান রয়্যালসের বিপক্ষ নেতৃত্ব দেন। ম্যাচটি তারা হেরে যায় তিন উইকেটে।

