কামরুজ্জাান মুকুল, বাগেরহাট
সম্প্রীতির বন্ধন অটুট রাখার প্রত্যয়ে নেচে-গেয়ে বাংলা বর্ষকে বরণ করেন বাগেরহাটবাসী। বাংলা নববর্ষ-১৪৩১ উপলক্ষে রবিবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় বাগেরহাট কেন্দ্রীয় শহীদ মিনারে বৈশাখী গানের মাধ্যমে বর্ষ বরণের অনুষ্ঠান শুরু হয়। পরে বাগেরহাটবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানান জেলা প্রশাসক মোহাঃ খালিদ হোসেন,পুলিশ সুপার আবুল হাসনাত খান, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট ভুইয়া হেমায়েত উদ্দিন, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুজ্জামান। পরে বাগেরহাট জেলা প্রশাসনের আয়োজনে শহীদ মিনারের সামনে থেকে মঙ্গলশোভা যাত্রা বের করা হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে মঙ্গলশোভাযাত্রাটি শালতলা মোড়স্থ জেলা পরিষদ অডিটোরিয়ামে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে অডিটোরিয়াম চত্বরে সাতদিন ব্যাপি বৈশাখী মেলার উদ্বোধন করেন। এসব অনুষ্ঠানে বিভিন্ন শ্রেনি পেশার প্রতিনিধি ও নানা বয়সী সহস্রাধিক মানুষ অংশগ্রহন করে। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে। বাংলা নববর্ষ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে সাতদিন ব্যাপি এই মেলায় নাগরদোলা, নৌকা দোলাসহ ১০টি স্টল অংশ নিয়েছে। ২০ এপ্রিল সমাপনি অনুষ্ঠানের মাধ্যমে এই মেলা শেষ হওয়ার কথা রয়েছে।

