কামরুজ্জাান মুকুল, বাগেরহাট
বাগেরহাটের মোল্লাহাটে ঈদুল-ফিতর উপলক্ষে গরীবদের জন্য বরাদ্দকৃত ১৯ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়েছে। বুধবার রাতে উপজেলার কোদালিয়া ইউনিয়নের সরশপুর বাজারের একটি দোকানের গোডাউন থেকে এই চাল উদ্ধার করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শোভন সরকার। তবে এসময় কাউকে আটক করতে পারেনি। উদ্ধারকৃত এই চাল উপজেলা পরিষদ কার্যালয়ে রাখা হয়েছে। উদ্ধার প্রতিটি বস্তায় ১০ কেজি চাল, ডাল, তেলসহ মোট ১৪ কেজি ৪‘শ গ্রাম খাদ্যসামগ্রী ছিল। স্থানীয়দের অভিযোগ, কোদালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলা ও ইউপি সদস্য আকাশ এই চালগুলো প্রকৃত দরিদ্র পরিবারকে না দিয়ে কালো বাজারে বিক্রি করার উদ্দেশ্যে দোকানের গোডাউনে রেখেছিল। তবে ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম এ অভিযোগ অস্বীকার করেন।