২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ  । ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ 

ইনস্টাগ্রাম প্রোফাইলে যুক্ত হচ্ছে নোটস

প্রতিদিনের ডেস্ক
নোটস ফিচারে উল্লেখযোগ্য আপডেট নিয়ে আসছে ইনস্টাগ্রাম। শুধু ডিরেক্ট বা সরাসরি মেসেজে ট্যাবেই নয়, ব্যবহারকারীদের দেখার জন্য এখন প্রোফাইল পেজেও এটি দেখানো হবে। খবর এনগ্যাজেট।
প্রতিবেদনের তথ্যানুযায়ী, এ ফিচারের মাধ্যমে কারো প্রোফাইলে গেলেই তার নোটস ও এতে অন্যদের প্রবেশের তথ্য দেখা যাবে। এর জন্য ব্যবহারকারীদের নির্দিষ্ট নাম দিয়ে আলাদা করে সার্চ দিতে হবে না।
ইনস্টাগ্রাম ইনবক্সে নোটস ছিল ওয়েলকাম অ্যাডিশন। ব্যবহারকারীরা তাদের বন্ধুদের সংক্ষিপ্ত আপডেট দিত এবং তারপর আরেকটি ফিচার সংযোজনের মাধ্যমে অন্যরা এর উত্তর দিতে পারত। শর্ট মেসেজের নতুন এ ফিচারটি শিগগিরই ব্যবহারকারীদের প্রোফাইলে দেখানো হবে বলে মেটা মালিকানাধীন প্লাটফর্ম সূত্রে জানা গেছে।পরিবর্তনটি ব্যবহারকারীদের কাছে একে আরো বিশেষায়িত করে তুলবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা। তারা সহজেই নিজেদের কিংবা অন্যদের প্রোফাইল ভিজিট করে এটি দেখতে পারবেন। এছাড়া ব্যবহারকারীরা গত ডিসেম্বরে আসা নোট রিপ্লাইয়ের মাধ্যমে সরাসরি যোগাযোগ করতে পারবে। টিকটকের ওপর নিষেধাজ্ঞা থাকায় অ্যাপ ডাউনলোডে ইনস্টাগ্রাম এক মাইলফলক অর্জন করেছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়