ফুলতলা প্রতিনিধি
ফুলতলার খুলনা-যশোর মহাসড়কের উপজেলা গেটের সামনে অজ্ঞাত নারী (৪৫) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। এ ঘটনাটি ঘটেছে সোমবার রাত সাড়ে ১২টায়। থানা এসআই শফিকুল ইসলাম জানান, উপজেলা গেটের সামনে অজ্ঞাত এক পাগলী রাস্তা পারাপারের সময় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে এমন সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করা হয়। পরে হাইওয়ে পুলিশকে খবর দিলে তারা লাশটি ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে।