রেজাউল করিম, লোহাগড়া
নড়াইলের লোহাগড়া থানা পুলিশ অভিযান চালিয়ে দুটি মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামী বিপুল শেখকে গ্রেফতার করেছে। বিপুল লোহাগড়া উপজেলার ইতনা ইউপির রাধানগর গ্রামের ওলিয়ার রহমানের ছেলে। পুলিশ সুত্রে জানা গেছে,মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার এসআই সুজিত সরকার সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে রাধানগর নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করে। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ কাঞ্চন কুমার রায় বলেন, মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামী বিপুল শেখকে আদালতে সোপর্দ করা হয়েছে।