২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ  । ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ 

‘সিনেমাটি নোংরা রাজনীতির শিকার’

প্রতিদিনের ডেস্ক
এবারের ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে ১১টি সিনেমা। সেই তালিকায় রয়েছে অভিনেত্রী পূজা চেরি এবং আদর আজাদ অভিনীত ‘লিপস্টিক’। তবে এ সিনেমাটি রাজনীতির শিকার হয়েছে বলে মন্তব্য করেছেন পূজা চেরি। তার মতে, এটি তার ক্যারিয়ারের সবচেয়ে ভালো কাজ হলেও দর্শকের কাছে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। তিনি বলেন, এ ধরনের কাজ আর করা হবে কিনা, জানি না। কিন্তু কম হল পাওয়ার কারণে ছবিটি সবাইকে দেখানো সম্ভব হচ্ছে না। জানা যায়, স্টার সিনেপ্লেক্সে কোনো শো-ই পায়নি ‘লিপস্টিক’। তবে নানা জটিলতার মধ্যে ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাসসহ আটটি সিনেমা হলে মুক্তি পেয়েছে সিনেমাটি। এমন বেহাল দশায় বিপাকেই পড়তে হচ্ছে নায়ক-নায়িকাসহ অন্য শিল্পীদের। সিনেমাটি নোংরা রাজনীতির শিকার হয়েছে জানিয়ে পূজা বলেন, বাংলাদেশে ভালো জিনিসের কদর নেই।
আমরা নিজেরাই নিজেদের সিনেমার ক্ষতি করছি। এভাবে ভালো সিনেমা রুদ্ধ হলে আমাদের সিনেমা কীভাবে ঘুরে দাঁড়াবে? তিনি আরও বলেন, কম হল পাওয়াতে ভেবেছিলাম, খুব একটা সাড়া মিলবে না। কিন্তু গতকাল থেকে দর্শকের সাড়া পাচ্ছি। মন খারাপের মধ্যেও স্বস্তি, কোনো জায়গা থেকে এখনো একটিও নেতিবাচক রিভিউ আসেনি সিনেমাটি নিয়ে। উল্লেখ্য, কামরুজ্জামান রোমান পরিচালিত ‘লিপস্টিক’ সিনেমাতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম প্রমুখ।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়