১লা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ  । ১৫ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ 

উপজেলায় লড়তে জেলা পরিষদ থেকে পদত্যাগ সদস্য

উৎপল মণ্ডল, শ্যামনগর
সাতক্ষীরা শ্যামনগর উপজেলা পরিষদ নির্বাচন করতে পদ ছাড়লেন সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য গাজী গোলাম মোস্তফা বাংলা।উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে,ব্যক্তিগত কারণ দেখিয়ে সোমবার (১৫ এপ্রিল) তিনি জেলা পরিষদের চেয়ারম্যান কাছে পদত্যাগপত্র জমা দেন। সোমবার পদত্যাগপত্রটি গৃহীত হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা খলিলুর রহমান। গাজী গোলাম মোস্তফা জেলা পরিষদের ৭ নম্বর (শ্যামনগর) ওয়ার্ডের সদস্য ছিলেন। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপের সাতক্ষীরার শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে লড়তে পদত্যাগপত্র জমা দেন বলে জানা গেছে।এরপর সোমবার দুপুরেই উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে লড়তে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন জমাও দিয়েছেন তিনি। গোলাম মোস্তফা বলেন, উপজেলা পরিষদের নির্বাচন করবো বলে জেলা পরিষদের সদস্য পদ থেকে পদত্যাগ করেছি। এরইমধ্য মনোনয়ন সংগ্রহ করে জমা দিয়েছি। আশা করি উপজেলার ভোটাররা আমাকে মূল্যায়ন করবে। গোলাম মোস্তফা ছাড়াও শ্যামনগর উপজেলা থেকে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন বর্তমান শ্যামনগর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রভাষক সাঈদ উজ-জামান সাঈদ, উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদুল আলম দোহা, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমান, আওয়ামী লীগ সমর্থক উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কৃষ্ণপদ মন্ডল।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়