১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ  । ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ 

আ.লীগ ৩ নেতার উপর হামলার প্রতিবাদে ফুলতলায় বিক্ষোভ

ফুলতলা প্রতিনিধি
ফুলতলার ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোল্যা হেদায়েত হোসেন লিটুসহ ৩ আওয়ামী লীগ নেতাকর্মীকে গুলি করে হত্যা প্রচেষ্টার প্রতিবাদ এবং দুর্বৃত্তদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ এপ্রিল) বিকালে ফুলতলা উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। পরে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মৃনাল হাজরা। সমাবেশে অন্যান্যের বক্তৃতা করেন খুলনা জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক এ্যাড. তারিখ হাসান মিন্টু, জেলা কমিটির সদস্য বিলকিস আক্তার ধারা, জেলা যুবলীগ নেতা সরদার জাকির হোসেন, আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান নান্নু, যুবলীগের সভাপতি এস কে আলী ইয়াছিন, সাধারণ সম্পাদক শহিদুল্লাহ প্রিন্স, সাবেক অধ্যক্ষ প্রফুল্ল কুমার চক্রবর্তী, গোলাম সরোয়ার মুন্সী, সাবেক ছাত্রনেতা আশরাফুল আলম কচি, এস কে মিজানুর রহমান, এস রবীন বসু, মাসুদ পারভেজ, সাহিদা ইসলাম নয়ন, সৈয়দ তুরাণ আলী, কাজী ইদ্রিস, মেহেদী আনাম রঞ্জু, শেখ আসলাম হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মঈনুল ইসলাম নয়ন প্রমুখ। উল্লেখ্য, গত শুক্রবার সন্ধ্যায় রাজঘাট এলাকায় অজ্ঞাত দূর্বৃত্তরা ফুলতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্যা হেদায়েত হোসেন লিটু, দামোদর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক খায়রুজ্জামান ভূঁইয়া সবুজ ও যুবলীগ কর্মী নাসিম মোল্যাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। ঘটনার ৬ দিন অতিবাহিত হলেও পুলিশ এখনও পর্যন্ত কোন আসামী আটক এবং অস্ত্র উদ্ধার করতে পারেনি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়