২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ  । ১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ 

গড়াই নদে গোসলে নেমে প্রাণ গেল ভাই-বোনের

কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় গড়াই নদে গোসলে নেমে শিশু দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। ওই স্থানটি ড্রেজিংয়ের কারণে গভীর ছিল। আজ বুধবার (১৭ এপ্রিল) দুপুর ১২টার দিকে কুমারখালীর চাপড়া ইউনিয়নের জয়নাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। শিশু দুই ভাই-বোনেরা হলেন, শেফা (১৩) ও শাহাজাদা (৭)। শেফা উপজেলার সদকি ইউনিয়নের শেরকান্দি এলাকার শামিম ইসলামের মেয়ে ও শাহাজাদা ওই চাপড়া ইউনিয়নের জয়নাবাদ এলাকার আলমগীর হোসেনের ছেলে। তারা সম্পর্কে মামাতো-ফুপাতো ভাই-বোন। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ঈদের পর দিন নানা বাড়িতে বেড়াতে এসেছিল শেফা। আজ বুধবার সকালে শেফার মা তাকে নিতে আসলে সে আরও কয়েক দিন থাকবে বলে জানা। দুপুর ১২টার দিকে মামাতো ভাই শাহাজাদাসহ পাঁচজন বাড়ির পাশের গড়াই নদে গোসল করতে যায়। এ সময় পাড় থেকে নদের ড্রেজিং করা গভীরস্থানে পাঁচজন একসঙ্গে লাফ দেয়। অন্যরা ভেসে থাকলেও সাঁতার না জানায় শেফা ও শাহজাদা দুজনই পানিতে তলিয়ে যায়। এ সময় স্থানীয়রা দুজনকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
চাপড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক মঞ্জু জানান, মেয়েটি নানা বাড়িতে বেড়াতে এসেছিল। দুই ভাই বোনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম জানান, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর সংবাদ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের রয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়