২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ  । ১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ 

ঘণ্টাব্যাপী একান্ত আলাপচারিতায় ফখরুল-মোশাররফ

প্রতিদিনের ডেস্ক
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তার বাসায় যান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বুধবার (১৭ এপ্রিল) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে ড. খন্দকার মোশাররফ হোসেনের গুলশানের বাসায় যান বিএনপি মহাসচিব। এরপর প্রায় এক ঘণ্টা তারা একান্ত আলাপ করেন।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। তিনি বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের স্বাস্থ্যের খোঁজ নিতে আজ সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে দলের মহাসচিব তার বাসায় যান। এরপর ঘণ্টাব্যাপী একান্ত আলাপচারিতায় তারা একে অন্যের খোঁজখবর নেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়