২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ  । ১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ 

জাতিসংঘ মহাসচিবের মধ্যপ্রাচ্যে শান্তি ফেরানোয় আহ্বান

প্রতিদিনের ডেস্ক
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস মধ্যপ্রাচ্যে পরিস্থিতি শান্ত করার জন্য জরুরি দাবি পুনর্ব্যক্ত করেছেন। মহাসচিবের মুখপাত্র স্টিলেন ডুজারিক এক সংবাদ সম্মেলনে বলেন, রবিবার মহাসচিব উভয় পক্ষকে স্পষ্টভাবে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন আমরা মধ্যপ্রাচ্যে আরেকটি যুদ্ধ দেখতে চাই না। বরং আমরার চাই উভয় পক্ষই এমন পন্থা অবলম্বন করুক যাতে মধ্যপ্রাচ্য শান্তির দিকে ধাবিত হয়। খবর আনোদোলু এজেন্সির। প্রতিবেদনটিতে বলা হয়, জাতিসংঘ মহাসচিব ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানের সঙ্গে কথা বলেছেন। একই সঙ্গে তিনি ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ ও অন্যান্য ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছেন। পাশাপাশি তিনি জরুরি পরিস্থিতির অবনতি এবং মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনার উপর নতুন করে ফোকাস করার আহ্বান জানিয়েছেন। এর আগে গত ১ এপ্রিল দামেস্কে ইরানের দূতাবাসে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিবাদে ১৩ এপ্রিল রাতে ইসরায়েলের ভূখণ্ডে হামলা চালায় ইরান। ইসরায়েলের হামলায় ১৩ জন ইরানি সামরিক কর্মকর্তা নিহত হওয়ার পরপরই ইরান এর জবাব দেয়ার কথা জানায় এবং সে অনুযায়ী ইসরায়েলের ভূখণ্ডে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মাধ্যমে হামলা পরিচালনা করে। ইরানের হামলার পরপরই তার জবাব দেওয়ার অঙ্গীকার করেছে ইসরাইল। দুই দেশ আঞ্চলিক শত্রু হিসেবে কয়েক দশক ধরে একে অন্যের উপর পরোক্ষভাবে হামলা চালিয়ে আসলেও ১৩ এপ্রিলের পর থেকে তা প্রকাশ্যে রূপ নিয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়