প্রতিদিনের ডেস্ক
ইন্টারনেট সেবাদাতাদের নতুন করে লাইসেন্স দেবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এ লক্ষ্যে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি) লাইসেন্স প্রত্যাশী সব প্রতিষ্ঠানের জন্য পুনরায় আবেদন প্রক্রিয়া চালু করেছে নিয়ন্ত্রণ সংস্থা।বুধবার (১৭ এপ্রিল) বিটিআরসির লাইসেন্সিং শাখার পরিচালক সাজেদা পারভীনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, জনস্বার্থে কমিশন হতে নতুন আইএসপি লাইসেন্স প্রত্যাশী সব প্রতিষ্ঠানের আবেদন গ্রহণ পুনরায় চালু করা হলো।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত লাইসেন্স ইস্যুয়েন্স ও ম্যানেজমেন্ট সিস্টেমের (এলআইএমএস) মাধ্যমে নতুন আইএসপি লাইসেন্স প্রত্যাশী সব প্রতিষ্ঠানকে কমিশন বরাবর আবেদন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।