উৎপল মণ্ডল, শ্যামনগর
সাতক্ষীরার শ্যামনগরে প্রেমিকার উপর অভিমান করে তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে প্রদীপ কুমার মন্ডল (২৪)নামের এক তরুণ আত্মহত্যা করেছে। বুধবার ভোররাতে উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের জেলেখালী গ্রামের নিজ বাড়ির শোবার ঘরে আড়ার সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে সে। উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের জেলেখালী গ্রামের বাসুদেব মন্ডলের দুই ছেলের এক মেয়ের মধ্যে ছোট প্রদীপ। স্থানীয় নাম গানের কত্তাল সাথে ভাসান গানের সক্রিয় প্রদীপ মণ্ডল স্বেচ্ছাসেবক হিসেবে এলাকায় অতি পরিচিত মুখ। প্রদীপের মা যমুনা বালা মন্ডল জানান,বুধবার ভোরে দরজা খুলে দেখি আমার বাবা ঝুলে আছে। প্রদীপের কোন সাড়া না-পেয়ে হাকাহাকি করি।তার মা আরও জানান,রাত তিনটার দিকে আমি বাইরে গেলে দেখি ফোনের আলো জ্বলছে আমি আরো ঘুমাতে বলি। নিহতের কাকা তাপস কুমার মন্ডল জানান পাশর্বর্তী বংশীপুর গ্রামের লক্ষী নামের এক তরুনীর সাথে প্রেমের সম্পর্ক ছিল প্রদীপের। সম্প্রতি সেই তরুনী অপর এক ছেলের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ায় প্রদীপ মানসিকভাবে ভেঙে পড়ে। আত্মহত্যা করার আগে প্রদীপ নিজের ফেসবুকে তার প্রেমিকার নিয়ে ক্ষোভ প্রকাশ করে বড় একটি বিৃবতি দেয়। থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যেয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৃতদেহ সাতক্ষীরা মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় ইউডি মামলা হয়েছে।