প্রতিদিনের ডেস্ক
টলিউডের অন্যতম আলোচিত অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। বছরের বেশির ভাগ সময় কাজের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়ে চর্চায় থাকেন তিনি। একাধিক বিয়ে, ডিভোর্স, আবার কখনো প্রেম-ভালোবাসা নিয়ে খবরের শিরোনামে আসে তার নাম। তবে কখনো কারও কথায় কর্ণপাত করেন না এই অভিনেত্রী। এমনকি কে কী বললো তাতেও তার কিছু যায় আসে না। বর্তমানে দেবী চৌধুরানী পরিচালক শুভ্রজিৎ মিত্র এবং অভিনেতা জিতু কমলের সঙ্গে নাম জড়িয়ে আছে এই অভিনেত্রীর। ২০২৩ সালে চার বছরের সম্পর্ক ভেঙে দিয়ে বিচ্ছেদের ঘোষণা দেন জিতু কমল আর নবনীতা দাস। সে সময় অনেকেই ভেবে নিয়েছেন জিতু কমল আর শ্রাবন্তী প্রেম করছেন। যে কারণেই আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন নবনীতা। এর পেছনে রয়েছে ‘আমি আমার মতো’ আর ‘বাবুসোনা’ ছবিতে তাদের একসঙ্গে কাজ করা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে শ্রাবন্তীর কাছে ‘জিতুর সঙ্গে প্রেম’ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি নিজেই অবাক হচ্ছি এই নামটা শুনে। আর কতোজনের নাম জুড়ে দেয়া হয়েছে আমার সঙ্গে। লোকে আসলে আমাকে নিয়ে কতো কিছুই ভাবে। কিন্তু, আমি জানি সত্যিটা কী! আমার প্রেম আর ভালোবাসা, সবই অভিনয়কে ঘিরে। এ সময় তিনি নিজেকে সিঙ্গেল বলে দাবি করেন। এর আগে শুভ্রজিৎ মিত্রের সঙ্গে প্রেমের জল্পনা নিয়ে শ্রাবন্তী বলেন, ভালো চরিত্র পেতে পরিচালকের সঙ্গে প্রেম করতে হবে? খারাপ লাগে যে এত বছর কাজ করার পরেও, এসব অবাঞ্ছিত কথা শুনতে হয়। পরিচালক হিসেবে শুভ্রজিৎদাকে আমি সম্মান করি। উনি আমার থেকে বয়সে অনেক বড়।