২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ  । ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ 

ফেনসিডিলের মামলায় বেনাপোলের মাদক ব্যবসায়ী আবুল হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক
ফেনসিডিলের মামলায় বেনাপোলের গয়ড়া গ্রামের মাদক ব্যবসায়ী আবুল হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছে আদালত। বুধবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শিমুল কুমার বিশ্বাস এক রায়ে এ আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত আবুল হোসেন বেনাপোলের গয়ড়া গ্রামের মৃত নুর ইসলামের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পিপি শ্যামল কুমার মজুমদার। মামলার অভিযোগে জানা গেছে, ২০১৭ সালের ১০ নভেম্বর রাতে যশোরের র‌্যাব-৬ এর সদ্যরা আবুল হোসেনের বাড়িতে অভিযান চালান। এ সময় আবুল হোসেনকে আটক ও তার ঘর তেকে ১২৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় র‌্যাব-৬ যশোর ক্যাম্পের ডিএডি নকিবুল আলম বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে বেনাপোল পোর্ট থানায় মামলা করেন। এ মামলার তদন্ত শেখে ২০১৭ সালের ৫ ডিসেম্বর আসামি আবুল হোসেনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা। দীর্ঘ সাক্ষী গ্রহণ শেষে আসামি আবুল হোসেনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত আবুল হোসেন জামিনে মুক্তি পেয়ে পলাতক রয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়