প্রতিদিনের ডেস্ক
ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে শাকিব খানের বহুল আলোচিত সিনেমা ‘রাজকুমার’। যেখানে চিত্রনায়িকা মাহিয়া মাহিকে মায়ের চরিত্রে দেখা গেছে। এমন চরিত্রে প্রথমবার অভিনয় করেছেন তিনি। আর তার মাধ্যমে প্রশংসিতও হচ্ছেন। মাহি এ বিষয়ে বলেন, বৃদ্ধ চরিত্রটি মানানসই করে তুলতে ভারত থেকে আনা হয়েছিল মেকআপম্যান। এ কাজেই তাকে সময় দিতে হতো পাঁচ ঘণ্টা। এই চরিত্রে অভিনয়ের কারণ জানিয়ে তিনি বলেন, আমি গতানুগতিক ধারা থেকে একটু বের হতে চাই এবং যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে চাই। বলিউডের অভিনেত্রীরা যদি মায়ের চরিত্র করতে পারে, তাহলে আমি কেন পারবো না। আমার কাছে মনে হয় হিমেল আশরাফ পরিচালক হিসেবে নিজেকে যথেষ্ট প্রমাণ করেছেন। তিনি আমাকে যখন চিন্তা করেছেন, আমার বিশ্বাস তিনি আমাকে ওইভাবেই উপস্থাপন করবেন।
তাই কাজটি করেছি। এ সময় তিনি আরও বলেন, সিনেমায় সন্তানের সঙ্গে বৃদ্ধ মায়ের কথা বলার জায়গাটা খুবই আবেগময়। চরিত্রটি করার সময় আমার সন্তানকে কল্পনায় রেখেছি। সন্তানের প্রতি মায়ের যে আবেগ, আকুতি থাকে তা মনের সামনে ধরেছিলাম। ফলে সহজেই চরিত্রটি তুলতে পেরেছি।