নিজস্ব প্রতিবেদক
যশোর সদরের ভগবতিপুর গ্রামের রিকাত আলীর বাড়িতে ডাকাতির ঘটনায় ৮ জনের নামউল্লেখসহ অপরিচিত ১০/১২ জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। বুধবার রিকাত আলীর স্ত্রী আছিয়া বেগম বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহম্মেদ অভিযোগের তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন কোতয়ালি থানার ওসিকে। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী। আসামিরা হলো, ভগবতিপুর গ্রামের আব্দুল মজিদের ছেলে লাবলু, আরশাদ আলীর ছেলে রোস্তম আলী, নুর ইসলামের ছেলে আসাদুল, হামিদ বিশ্বাসের ছেলে আসাদ, ইসলাম মোল্যার ছেলে কালাম মোল্যা, মজিদ মোল্যার ছেলে বাবু, চান আলীর ছেলে মজিদ মোল্যা ও নুর ইসলামের ছেলে রসুল হোসেন। মামলার অভিযোগে জানা গেছে, আসামি লাবলুর নেতৃত্বে আসামিরা দীর্ঘদিন ধরে রিকাত আলীর কাছে মোটা অংকের টাকা দাবি করে আসছিল। আসামিদের দাবিকৃত টাকা না দেয়ায় তারা নানা ভাবে ভয়ভীতি দেখাতো। ২০২৩ সালের ১ সেপ্টেম্বর রাতে আসামিরা রিকাত আলীর বাড়িতে চড়াও হয়। এ সময় বাড়ির সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ২ লাখ টাকা, দুই ভতি সোনার গহনা, দুইটি গাভি ও একটি এড়ে গরু, চারটি ছাগল ও একটি চার্জার ভ্যান নিয়ে যায়। একই সময় আসামিরা ঘরের আসবাবপত্র ভাংচুর ও আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়। আগুনে পুড়ে ছাই হয়ে যায় ২০ মন ধান ও ১০ মন চাল। একপর্যায়ে বাড়িতে আগুন ও লোজনের চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে ধাওয়া করে লাবলুকে ধরে গণপিটুনি দেয়। বিষয়টি স্থানীয় চেয়রম্যানকে জানালে লাবলুসহ আসামিদের লুন্ঠিত মালামাল ফেরত দিতে বললে তারা ঘোরাতে থাকে। গত ১৫ এপ্রিল চেয়ারম্যান আসামিদের ডেকে লুন্ঠিত মালামাল ফেরত চাইলে দিবেনা বলে জানিয়ে দেয়। একই সাথে এ মালামাল ফেরত পুনরায় ফেরত চাইলে তাদের খুন-জখমের হুমকি দেয়। এ ঘটনায় থানায় মামলা করতে গেলে কতৃপক্ষের পরামর্শে তিনি আদালতে এ মামলা করেছেন।