২রা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ  । ১৬ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ 

হারের পর বড় দুঃসংবাদ পেল কলকাতা

প্রতিদিনের ডেস্ক
রেকর্ড গড়ে কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) হারিয়েছে রাজস্থান রয়্যালস। কলকাতার ২২৩ রানের জবাবে শেষ ওভারের নাটকীয়তায় ২ উইকেটের জয় পেয়েছে রাজস্থান। আইপিলের ইতিহাসের সর্বোচ্চ রান তাড়ায় জয়ের রেকর্ড এটি। রাজস্থানের রেকর্ড গড়ার ম্যাচে কষ্টের হারের পর আরও একটি দুঃসংবাদ পেল কলকাতা। স্লো-ওভারে রেটের অপরাধে কলকাতার অধিনায়ক শ্রেয়াস আয়ারকে ১২ লাখ রুপি জরিমানা করেছে আইপিএল কর্তৃপক্ষ। জরিমানা সংক্রান্ত বিবৃতিতে বলা হয়েছে, ‘আইপিএলের আচরণত বিধি-নিষেধ সংক্রান্ত আইনের সঙ্গে সম্পর্কিত অপরাধে প্রথমবারের মতো দণ্ডিত হচ্ছে তার (শ্রেয়াস) দল। আয়ারকে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে।’ চলতি আসরে এটি কলকাতা দ্বিতীয় হার। ৬ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে কলকাতা। অপরদিকে ৭ ম্যাচের ৬টিতেই জিতে টেবিলের নেতৃত্ব দিচ্ছে রাজস্থান।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়