২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ  । ১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ 

অনুপ্রাণন-এর মোড়ক উন্মোচন, বই আলোচনা ও লেখক সম্মাননা

প্রতিদিনের ডেস্ক:
‘ত্রৈমাসিক অনুপ্রাণন’-এর নতুন সংখ্যার মোড়ক উন্মোচন, অনুপ্রাণন প্রকাশন থেকে প্রকাশিত ৮টি বইয়ের আলোচনা ও অনুপ্রাণন প্রকাশনের ৭ জন সম্ভাবনা লেখককে সম্মাননা দেওয়া হয়। তিন পর্বের এই আয়োজন গত শুক্রবার বিকালে ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্রের ইসফেনদিয়ার জাহিদ হাসান মিলনায়তনে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের প্রথম পর্বে ‘কবি ও কবিতা সংখ্যা ৪র্থ পর্ব’র মোড়ক উন্মোচন করা হয়। অতিথি ও আলোচকরা ছিলেন- কবি জরিনা আখতার, কবি নাসির আহমেদ ও কবি গোলাম কিবরিয়া পিনু।বর্তমান সংখ্যার মধ্য দিয়ে অনুপ্রাণন নির্বাচিত একশ জন কবির সংক্ষিপ্ত জীবনী, তাদের লেখা উল্লেখযোগ্য কবিতা ও কবিদের কবিতা নিয়ে আলোচনা শেষ হয়। চলতি সংখ্যায় রয়েছে ২৩ জন কবির ওপর আলোকপাত।দ্বিতীয় পর্বে ‘অনুপ্রাণন প্রকাশন’ থেকে প্রকাশিত ৮টি বই নিয়ে আলোচনা করা হয়। বই ও লেখকরা হচ্ছেন- প্রণয় মল্লার : শ্রাবণী প্রামাণিক, মহাকালের রুদ্রধ্বনি : নুসরাত সুলতানা, সুখগুলো সাদা শার্টের বুক পকেটে রাখি : লতিফ জোয়ার্দার, করোনাকালের ছায়া : মণীশ রায়, বৃত্তের নিশিচারণ : রেহানা বীথি, সম্পর্কটা শুধুই জৈবিক : আসমা সুলতানা শাপলা, তৃতীয় অধ্যায় : মোজাম্মেল হক নিয়োগী, স্বপ্নজাল : ভাস্কর চৌধুরী।তৃতীয় পর্বে লেখক সম্মাননা স্মারক প্রদান করা হয়। ক্রেস্ট ও উত্তরীয় সম্মাননা দেওয়া হয় ৭ জন সম্ভাবনাময় লেখক ও কবিকে। সম্মাননাপ্রাপ্তরা হচ্ছেন- বঙ্গ রাখাল, রুখসানা কাজল, নাঈম হাসান, জোৎস্নালিপি, ইলিয়াস ফারুকী, আনোয়ার হোসেন বাদল ও অহনা নাসরিন।অনুষ্ঠানটির বিভিন্ন পর্বে ছিল অনুপম কুমার পালের নেতৃত্বে সঙ্গীত পরিবেশনা। সূচনা সঙ্গীত পরিবেশন করে প্রশংসা কুড়িয়েছে আটজন খুদে গায়ক। অনুষ্ঠান উপস্থাপনা করেছেন জাতীয় জাদুঘরের সাবেক কর্মকর্তা ড. নীরু শামসুন্নাহার, ‘অনুপ্রাণন সম্পাদনা’ পর্ষদের সদস্য সুলতানা শাহরিয়া পিউ; উপস্থাপনা সহযোগী ছিলেন শিখা মিতা ও রত্না দাশ।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়