৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ  । ১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ 

কালীগঞ্জে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী

সোহাগ আলী, কালীগঞ্জ
‘প্রাণিসম্পদে ভরবো দেশ,গড়বো স্মার্ট বাংলাদেশ’প্রতিপাদ্যে ঝিনাইদহের কালীগঞ্জে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে উপজেলার খয়েরতলার প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল চত্তরে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) সহযোগীতায় প্রদর্শনীর আয়োজন করে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতাল। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠনে সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) নিরুপমা রায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য মোঃ আনোয়ারুল আজীম আনার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু, কালীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, সাবেক জেলা পরিষদ সদস্য জাহাঙ্গীর হোসেন সোহেল, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাস ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ রেজাউল করিম,কাউন্সিলর রুবেল হোসেন প্রমুখ । প্রাণিসম্পদ প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন এলাকার খামারীরা ৫৪ টি প্রদর্শনী স্টল নিয়ে কালীগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতাল চত্ত¡রে উপস্থিত হন। পরে অতিথিবৃন্দ স্টলগুলো ঘুরে ঘুরে দেখেন।সফল খামারিদের মধ্য থেকে পৌর এলাকার খয়েরতলা গ্রামের তোফাজ্জেল হোসেন তার ফ্রিজিয়ান গাভী গরুর জন্য প্রথম, পাইকপাড়া গ্রামের লিমা খাতুন এক গাভীর ২ টি বাচ্চার জন্য দ্বিতীয় ও ব্লাক বেঙ্গল ছাগল পালনের জন্য বাসন্তী রানীকে তৃতীয় ঘোষণা করে উপজেলা প্রণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল । পরে প্রত্যেকের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। অনুষ্ঠানে অংশ গ্রহনকারী সবার মাঝে খাবার বিতরণের মধ্য দিয়ে আয়োজন শেষ হয়।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়