২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ  । ১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ 

জেলা প্রশাসক রফিকুল ইসলামের কোটচাঁদপুরে মতবিনিময় সভা

মঈন উদ্দিন খান, কোটচাঁদপুর
বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ,শিক্ষক প্রতিনিধি, ঈমাম প্রতিনিধি, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে বৃহস্পতিবার ছিলিঝিনাইদহ জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম মতবিনিময় সভা করেন। এ সভায় আলোচ্য বিষয় ছিল আইনশৃংখলা, বাল্যবিবাহ, যৌতুক, আত্মহত্যা, ডেঙ্গু, জঙ্গিবাদ বিরোধী কার্যক্রম, উন্নয়ন মূলক কার্যক্রম,মানসম্মত শিক্ষা ও সার্বজনীন পেনসন স্কীম।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উছেন মে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহের জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম। তিনি আলোচ্য বিষয়ের অন্যান্য দিক নিয়ে আলোচনা না করলেও গুরুত্বের সঙ্গে তুলে ধরেন সার্বজনীন পেনসন স্কীম।
এ সময় উপস্থিত ছিলেন, কোটচাঁদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান মোছাঃ শরিফুননেসা মিকি, ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান পিংকি খাতুন, কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পরিবর্তন পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুর রশিদ।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়