প্রতিদিনের ডেস্ক
রাজধানীর যাত্রাবাড়ীতে দুই বাসের মধ্যে চাপা পড়ে ট্রাফিক পুলিশের এক কনস্টেবল গুরুতর আহত হয়েছেন। মো. মিঠুন মিয়া (৪৫) নামের এ পুলিশ সদস্য এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।যাত্রাবাড়ী থানার এএসআই শহিদুল ইসলাম জানান, যাত্রাবাড়ী মোড়ে দায়িত্ব পালন করছিলেন কনস্টেবল মিঠুন মিয়া। এ সময় দুই বাসের মধ্যে চাপা পড়েন তিনি।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, দুই বাসের মধ্যে চাপা পড়ে গুরুতর আহত ট্রাফিক পুলিশের কনস্টেবল মিঠুন মিয়ার চিকিৎসা চলছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।