২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ  । ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ 

লালপুরে বিয়ে করতে রাজি না হওয়ায় প্রেমিককে অপহরণের পর কুপিয়ে জখম!

নাটোর সংবাদদাতা
নাটোরের লালপুরে বিয়ে করতে রাজি না হওয়ায় প্রেমিককে অপহরণ করে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) ভোর ৬টার দিকে উপজেলার লালপুর পুরাতন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ওই যুবকের নাম এমদাদুল ইসলাম। তিনি উপজেলার রামানান্দপুর গ্রামের বাসিন্দা। লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছিম আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয়দের বরাতে তিনি বলেন, একই গ্রামের আব্দুল মোমিনের মেয়ে মনি খাতুনের সঙ্গে বিয়েবর্হিভূত সম্পর্কে জড়ান এমদাদুল। ছয়মাস আগে ওই প্রেমিক যুগলকে আপত্তিকর অবস্থায় আটক করে এলাকাবাসী। পরে এক সপ্তাহের মধ্যে বিয়ে প্রতিশ্রুতি দিয়ে এমদাদুল কৌশলে পালিয়ে যায়। ছয়মাস পর ঈদে বাড়ি ফেরার পর এমদাদুলকে পুনরায় বিয়ে জন্য চাপ দেয় মনি খাতুন। বিয়েতে রাজি না হওয়ায় সকালে এমদাদুলকে উত্তর লালপুর থেকে ওই নারী, তার বাবা মোমিন, রিয়াজসহ ৫ থেকে ৬ জন মিলে সিএনজি অটোরিকশাতে উঠিয়ে নিয়ে যায় লালপুর পুরাতন বাজারে। সেখানে তাকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।ওসি আরও বলেন, ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়