নিজস্ব প্রতিবেদক
শুক্রবার হামিদপুর গ্রামের মোহাম্মদ ইসমাইল হোসেনের ছেলে খোরশেদ আলমকে (১৮) একদল দুর্বৃত্ত ছুরিকাঘাত করে। এসময় স্থানীয়দের সহায়তায় চাঁনপাড়া ক্যাম্প পুলিশ ৩ জনকে আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁনপাড়া ক্যাম্প ইনচার্জ আমিরুল ইসলাম। আটককৃতরা হলো, সুলতানপুর পূর্ব বারান্দি পাড়া বউবাজার কলোনীর আশরাফ আলীর ছেলে হাসান (১৯), একই এলাকার আরমান হোসেনের ছেলে চয়ন (১৯) ও সুলতানপুর গ্রামের শেখ রাশেদ হোসেনের ছেলে অপু (২৬)। তবে প্রধান অভিযুক্ত পূর্ব বারান্দি পাড়া বউবাজার কলোনীর নুরু হোসেনের ছেলে আলমগীর ওরফে অলখাই (২০) পালিয়ে গেছে।
চাঁনপাড়া ক্যাম্প ইনচার্জ আমিরুল ইসলাম জানান, শুনেছি আহত খোরশেদ আলম চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছে। আটককৃতদের থাসায় রাখা হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত কী হবে, তা জানিনে।